Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মৌসুমে ১১১ পয়েন্ট, নতুন ইতিহাস গড়ল বার্মিংহাম সিটি

স্পোর্টস ডেস্ক
৪ মে ২০২৫ ১১:৪০

রেকর্ড গড়ে দ্বিতীয় বিভাগে ফিরল বার্মিংহাম

ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উঠে এসেছে বার্মিংহাম সিটি। এই যাত্রায় এবার অনন্য এক রেকর্ডও গড়েছে ইংলিশ ক্লাবটি। দ্বিতীয় বিভাগে এবারের মৌসুমে রেকর্ড ১১১ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে বার্মিংহাম। ক্লাব ফুটবলের ইতিহাসে এক মৌসুমে এটাই সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড।

মৌসুমজুড়েই দাপটের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হয়েছে বার্মিংহাম। দ্বিতীয় স্থানে থাকা রেক্সহামের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে থেকেই মৌসুম শেষ করেছেন তারা। ৪৬ ম্যাচে ৩৪ জয়, ৩ হার ও ৯ ড্রয়ে ১১১ পয়েন্ট অর্জন করেছে বার্মিংহাম। মৌসুমের শেষ ম্যাচে ক্যাম্ব্রিজ ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েই শিরোপা উল্লাস করেছেন তারা।

বিজ্ঞাপন

এক মৌসুমে ১১১ পয়েন্ট নিয়ে নতুন ইতিহাস গড়েছে বার্মিংহাম। ক্লাব ফুটবলের ইতিহাসে যেকোনো বিভাগে এক মৌসুমে এত পয়েন্ট এর আগে কেউ অর্জন করতে পারেনি।

বার্মিংহাম ভেঙেছে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড ও জাপানিজ ক্লাব ভার্ডি কাওাসাকির রেকর্ড। এতদিন এক মৌসুমে ১০৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে এই রেকর্ডটি ছিল দুই ক্লাবের।

সবশেষ ২০১০-১১ মৌসুমে প্রথম বিভাগ থেকে রেলিগেশনে পড়েছিল বার্মিংহাম সিটি। আগামী মৌসুমে আবারও প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে দ্বিতীয় বিভাগে মাঠে নামবেন তারা।

সারাবাংলা/এফএম

১১১ পয়েন্ট বার্মিংহাম সিটি