Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ সুদানে হাসপাতালে বোমা হামলায় নিহত ৭: এমএসএফ

আন্তর্জাতিক ডেস্ক
৪ মে ২০২৫ ১১:০৪ | আপডেট: ৪ মে ২০২৫ ১২:৩৭

দক্ষিণ সুদানের একটি হাসপাতালে বোমা হামলা। ছবি: আলজারিরা

দক্ষিণ সুদানের একটি হাসপাতালে বোমা হামলায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার (৩ মে) এ তথ্য জানিয়েছে চিকিৎসা দাতব্য সংস্থা অল ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সংস্থাটির বরাত দিয়ে জানায়, হামলায় ওল্ড ফাঙ্গাক শহরের একমাত্র সক্রিয় হাসপাতাল ও ফার্মেসি ধ্বংস হয়ে গেছে।

এক্স বার্তায় বোমা হামলা বন্ধ, বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যসেবা সুরক্ষার আহ্বান জানায় সংস্থাটি। সেইসঙ্গে শনিবারের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয় বিশ্বের সবচেয়ে তরুণ দেশটিতে আবারও গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

এমএসএফ এক বিবৃতিতে ওল্ড ফাঙ্গাকে তাদের হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পর শহরটির একটি বাজার এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল লক্ষ্য করে হামলার কারণ এখনও জানা যায়নি।

এদিকে, দক্ষিণ সুদান নতুন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বলে সম্প্রতি সতর্ক করেছে জাতিসংঘ।

সারাবাংলা/এমপি

বোমা হামলা সুদান

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর