গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ছেলের পর মায়েরও মৃত্যু
৪ মে ২০২৫ ১১:৫৩ | আপডেট: ৪ মে ২০২৫ ১৫:১৫
ঢাকা: গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ জন দগ্ধের ঘটনায় ছেলে আইয়ানের পর চিকিৎসাধীন মা পারভিন আক্তারের (৩৫) মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধের ঘটনায় চার জনের মৃত্যু হলো।
রোববার (৪ মে) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান পারভীন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পারভীনের শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন তিনি। বর্তমানে তানজিলা (১০) নামে এক শিশু ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তার অবস্থাও আশংকাজনক।
এর আগে, এর আগে, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তাসলিমা আক্তার (৩০) তাসলিমার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশি ভাড়াটিয়া সিমা (৩০), পারভীন (৩৫) ও পারভীনের দেড় বছরের ছেলে আইয়ান।
সারাবাংলা/এসএসআর/ইআ