Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাবতলী হাটের ইজারায় ভুল ও দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১১:৫৯ | আপডেট: ৪ মে ২০২৫ ১২:৩৩

গাবতলী গরুর হাট। ছবি: সারাবাংলা

ঢাকা: গাবতলী হাটে ইজারা প্রদানে প্রক্রিয়াগত ভুল ও দুর্নীতির বিষয়ে বিশদ অনুসন্ধানের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

রোববার (৪ মে) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাবতলী হাটে ইজারা প্রদানে প্রক্রিয়াগত ভুল ও দুর্নীতির বিষয়ে বিশদ অনুসন্ধানের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বিভিন্ন গণমাধ্যমে গাবতলী হাটের ইজারা প্রক্রিয়া ও দরপত্র বাতিলের প্রক্রিয়া সঠিক নয় মর্মে সংবাদ প্রকাশিত হলে এ বিষয়ে অনুসন্ধানের জন্য ডিএনসিসি থেকে একটি কমিটি গঠনের নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক।

উল্লখ্যে, গত ৩০ এপ্রিল এ বিষয়ে তদন্ত করতে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় ডিএনসিসি প্রশাসক তাদের সর্বোচ্চ সহায়তার জন্য ডিএনসিসির কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

সারাবাংলা/এমএইচ/এমপি

ইজারা গরুর হাট গাবতলী হাট ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর