Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৩:০১ | আপডেট: ৪ মে ২০২৫ ১৭:১৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত ১৪ বছরের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায় ওই কিশোর। মৃত্যুর বিষয় নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর শনিবার রাতে হাসপাতালে মারা যায়। তবে এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

শনিবার বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ান এর বিপরীত পাশের রেললাইনে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় (২৫) বছরের এক যুবক। আর আহত ওই কিশোরকে পথচারীরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী মো. শাকিল বলেন, ‘খিলক্ষেত রেললাইনে মানুষের ভিড় দেখে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানতে পারি ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন তারা। আহত একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

এদিকে ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, শনিবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকা গামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল ওই কিশোর। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই মারা যায় ওই কিশোর। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। সেদিন একই ঘটনায় আরেক যুবক ঘটনাস্থলে মারা যান। যার বয়স হবে আনুমানিক ২৫ বছর।

সারাবাংলা /এসএসআর/এসডব্লিউ

খিলক্ষেত ট্রেনের ধাক্কায় কিশোর নিহত