Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন,১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৩:২৬

নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন নিয়ন্ত্রণ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নোয়াখালী: ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করায় হাসপাতালের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাইরে রাখা পুরাতন কিছু আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।

শনিবার (৪মে) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সেখানে উপস্থিত লোকজন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে পরিত্যাক্ত অবস্থায় রাখা ওইসব আসবাবপত্রের ভেতর থেকে হালকা ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেটি আগুনে রূপ নেয় এবং পাশে ছড়াতে শুরু করে। ঘটনাস্থলের পাশে জরুরি বিভাগ থাকায় আতঙ্কিত হয়ে পড়ে উপস্থিত লোকজন ও হাসপাতালের রোগী এবং তাদের স্বজনরা। অনেকেই আতঙ্কে এদিক ওইদিক ছুটোছুটি করতে থাকে।

খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডে বিদ্যুতের একটি লাইন পুড়ে যাওয়ায় হাসপাতালের আইসিউসহ বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোগীদের স্বজনরা জানায়, এভাবে একটি হাসপাতালের জরুরি সেবার পাশে এই ধরনের মালামালগুলো উন্মুক্ত স্থানে রাখা ঠিক হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজ ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। সময়মতো ফায়ার সার্ভিসের লোকজন আসার কারণে বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পেয়েছে।

নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, ‘ইমারজেন্সি কক্ষের পাশের ওই স্থানটিতে সিগারেটের শলা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি। মালামালগুলো আমাদের অকশনের জন্য রাখা হয়েছে। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সেবা সাময়িক বন্ধ আছে।’ তবে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস নোয়াখালীর সহকারি পরিচালক মো. ফরিদ আহমেদ জানায়, খবর পাওয়া মাত্রই মাইজদী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।

সারাবাংলা/এসডব্লিউ

নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন