Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা বিভিন্ন সময় মিস ইনফরমেশনের শিকার হচ্ছি: নাহিদ ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ৪ মে ২০২৫ ১৬:০০

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মিডিয়ার ভেতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে তা থেকে বের হওয়ার জন্য রূপরেখা দরকার। মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভেতর থেকেই নির্ধারণ করা উচিত। দেশের গণমাধ্যমেও মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। দল হিসেবে আমরা এর ভিকটিম হয়েছি এবং হচ্ছি।

তিনি বলেন, আমাদের বক্তব্য নানা সময় ভুলভাবে ছড়ানো হচ্ছে। ভবিষ্যতে রাজনৈতিক দলের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক আরও ইতিবাচক হবে। মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সবাই দিচ্ছি। গণমাধ্যমের সংস্কার দ্রুত হওয়া দরকার।

বিজ্ঞাপন

রোববার (৪ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যমের মালিকানার বিষয়টি সুস্পষ্ট হওয়া দরকার। করপোরেট প্রতিষ্ঠানের মালিকানা থাকায় তারা গণমানুষের কথা বলে না। একজন মালিকের অধীনে কয়টি পত্রিকা থাকতে পারবে, তার নীতিমালা দরকার।

তিনি আরও বলেন, মুক্ত গণমাধ্যম অতিগুরুত্বপূর্ণ মাণদণ্ড। ভবিষ্যত বাংলাদেশে সব ধরণের চাপ থেকে বের হয়ে গণমাধ্যম কাজ করতে পারবে।

নাহিদ বলেন, গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ কমেছে। কিন্তু সামাজিক চাপ তৈরি হয়েছিল। কেন সামাজিক চাপ তৈরি হয়েছে তা বিশ্লেষণ করতে হবে। আমরা কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নই। আমরা মুক্ত গণমাধ্যমের পক্ষে। বাংলাদেশে একটি মুক্ত গণমাধ্যম ও সত্যিকারের গণতন্ত্র গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি।

সেমিনারে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নুরুল কবীর।

বিজ্ঞাপন

সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী।

সারাবাংলা/ইএইচটি/ইআ

আহ্বায়ক নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর