পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫
স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৩:৫৭ | আপডেট: ৪ মে ২০২৫ ১৬:৫৭
৪ মে ২০২৫ ১৩:৫৭ | আপডেট: ৪ মে ২০২৫ ১৬:৫৭
ঢাকা: পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয় ৫০৫ জনকে।
রোববার (৪ মে) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার ৫০৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৪০৫ জনকে।
ইনামুল হক জানান, অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, ছয়টি এলজি, একটি রাইফেল, ১টি একনলা বন্দু, ১টি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সারাবাংলা/এমএইচ/এমপি