ভারত-পাকিস্তান দ্বন্দ্বে স্থগিত হচ্ছে এশিয়া কাপ?
৪ মে ২০২৫ ১৪:৪৭
কাশ্মীর ইস্যুতে দুই দেশের সম্পর্ক নেমেছে তলানিতে। একের পর এক নিষেধাজ্ঞায় টালমাটাল ভারত-পাকিস্তান। এই উত্তাপ লেগেছে ক্রীড়াঙ্গনেও। এবার শোনা যাচ্ছে, দুই দেশের এই দ্বন্দ্বের কারণে স্থগিত হতে পারে আসন্ন এশিয়া কাপ।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাধার মুখে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজনে বাধ্য হয়েছিল পাকিস্তান। স্বাগতিক হয়েও একটি সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করতে পারেননি তারা। ভারত তাদের সব ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। পাকিস্তান সেবার আইসিসিকে জানিয়ে দিয়েছিল, আগামীতে ভারতে অনুষ্ঠিত বৈশ্বিক টুর্নামেন্টেও খেলতে যাবেন না তারা, টুর্নামেন্ট আয়োজন করতে হবে হাইব্রিড পদ্ধতিতে।
আগামী সেপ্টেম্বরে ভারতে বসতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। শোনা যাচ্ছিল, পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলতে পারে শ্রীলংকা কিংবা আরব আমিরাতে। তবে কাশ্মীর ইস্যুতে পুরো টুর্নামেন্টই এখন হুমকিতে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, যেহেতু ভারত ও পাকিস্তান একে অন্যের মুখোমুখি হতে চাচ্ছে না, তাই এই মুহূর্তে এশিয়া কাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছে না আয়োজক কমিটি। দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্বের যে রেশ ক্রীড়াঙ্গনে পড়েছে, তা কাটতে বেশ কিছুটা সময় লাগবে বলেই ধারণা কর হচ্ছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল অবশ্য এই মুহূর্তে এশিয়া কাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাস ভারত-পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। যদি দুই দেশের দ্বন্দ্ব সহসাই না দূর না হয়, তাহলে টুর্নামেন্টের ভবিষ্যৎ সত্যিই হুমকির মুখে পড়তে পারে।
গত কয়েক দিনে পাকিস্তানি ক্রিকেটারদের ইউটিউব চ্যানেল, ইন্সটাগ্রাম পেজ নিজ দেশে বন্ধ ঘোষণা করেছে ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে এই ইস্যুতে কথার লড়াই চলছে।
সারাবাংলা/এফএম