আগামীকালের বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি নির্বাচন বর্জন
২৬ জুন ২০১৮ ২১:০৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি নির্বাচন ২০১৮-র বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে অধ্যাপক ডা. মো. আব্দুর রব-অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্যানেল।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এই প্যানেল নির্বাচন স্থগিতের দাবি জানায়। কিন্তু নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা না নেওয়াতে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে প্যানেল।
মঙ্গলবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানায় অধ্যাপক ডা. মো. আব্দুর রব-অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্যানেল। আগামীকাল ২৭ জুন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে ।
নির্বাচন বর্জনের বিষয়ে বিবৃতিতে মহাসচিব পদপ্রার্থী অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেন, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ, এই নির্বাচনের অপর প্যানেল (অধ্যাপক ডা. আব্দুল গনি মোল্লা-সহযোগী অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান প্যানেল) নিয়ম ভঙ্গ করে অবৈধভাবে ওষুধ কোম্পানির টাকায় নির্বাচনী প্রচার চালিয়েছে, ভোটগ্রহণের স্থান নিপেরক্ষ নয়, পক্ষপাতমূললক ভেন্যু, ভয়ভীতি দেখিয়ে তাদের প্যানেলের সভাপতি পদপ্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করাসহ অসংখ্য অনিয়মের ঘটনা ঘটছে। যা যেকোনো নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিপন্থী ও নির্বাচনী আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় এই নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হবে না। তাই অধ্যাপক ডা. মো. আব্দুর রব-অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্যানেল বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি নির্বাচন ২০১৮ বর্জন করছে এবং আগামীকাল ২৭ জুন ২০১৮ নির্বাচন স্থগিত করার দাবিসহ পরবর্তীতে উভয় প্যানেলের সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠান ব্যবস্থা করার জন্য দাবি জানান তারা।
সারাবাংলা/জেএ/এমআই