Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০টি সোনার বারসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৫:১০ | আপডেট: ৪ মে ২০২৫ ১৬:১৬

১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী শুভ ঘোষ আটক।

বেনাপোল: যশোরের শার্শায় ১০ পিস সোনার বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোনার বারগুলোর আনুমানিক সিজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এগুলো ভারতে পাচারের উদ্দেশেই সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

রোববার (৪ মে) বেলা ১টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইর থানার জনম টোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, চেকপোস্টে ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআইএস আলমগীর হোসেন ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে এক কেজি ১০০ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার উদ্ধার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন) সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর