Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির বহিষ্কৃত নেতা নাসির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৬:২৫

বিএনপির বহিষ্কৃত নেতা মো. নাসির উদ্দিন মাতুব্বর

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলা ব্যবসায়ী হাসান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার প্রধান আসামি বিএনপির বহিষ্কৃত নেতা মো. নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ মে) দুপুর ২টার দিকে জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. নাসির উদ্দিন মাতুব্বর সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক। তিনি কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি সকালে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় নাসির উদ্দিন মাতুব্বর প্রধান আসামি।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, মো. নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে দুইটি বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসআর

গ্রেফতার ফরিদপুর বিএনপি নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর