ঢাকা: প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে অদক্ষ লোক তৈরি হবে বলে উল্লেখ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায়। তিনি বলেছেন, এতে সমাজের জঞ্জাল বাড়বে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে ভূমিকা রাখার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষা ভালো করার ক্ষেত্রে যেখানে আপনাদের ভূমিকা রয়েছে সেখানে আপনি তা পালন করুন।’ এটা না হলে ভবিষ্যত ভালো হবেনা বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (৪ মে) লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাতের সঙ্গে এ সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় একজন শিশু কতটুকু পারে সেদিকে নজর দিতে হবে। শিশুটা পড়াশুনা পারে কি না সেদিকে গুরুত্ব দিতে হবে। যদি কোনো বিদ্যালয়ে পারফরম্যান্স ভালো না হয় তাহলে আপনি কারণ দর্শাবেন স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নিবেন।
এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন প্রাথমিক উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকে কি শিক্ষা দেওয়া হবে, তার নির্দিষ্ট কারিকুলাম রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবাই এটি অনুসরণ করবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করার নীতিমালা রয়েছে। দেখভালের দায়িত্ব আমাদেরও রয়েছে। সেক্ষেত্রে আমরা কাজ করছি।’
স্থানীয় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। সভা শেষে কাকলি শিশু অঙ্গন পরিদর্শন করেন উপদেষ্টা। এর আগে তিনি কাকলি শিশু অঙ্গন গ্রন্থাগার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।