Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৭:০২ | আপডেট: ৪ মে ২০২৫ ১৯:১২

৫ বছরের পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ছবি: সারাবাংলা

ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সারাবিশ্বের পর্যটকদের কাছেই আকর্ষনের অন্যতম কেন্দ্র। দেশটির আয়েরও অন্যতম উৎস এই পর্যটন খাত। সেদিকে লক্ষ্য রেখেই নতুন করে ৫ বছরের পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম।

রোববার ( ৪ মে) প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হুমুদির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার বিশেষ দূতের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রদূত সিদ্দিকীর সাম্প্রতিক সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে ভিসা সুবিধা ও বিনিয়োগ সহযোগীতা সংক্রান্ত বিষয়ে আমিরাত সরকারের সঙ্গে তার একাধিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা বলেন।

রাষ্ট্রদূত জানান, বর্তমানে ঢাকায় অবস্থিত দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসঙ্গে বহু ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে, যা ব্যক্তি পর্যায়ের যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করছে। একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে ইউই মানবসম্পদ মন্ত্রণালয় আবারও অনলাইনে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদানের পোর্টাল চালু করেছে। যে কারণে মার্কেটিং ম্যানেজার, হোটেল স্টাফসহ বিভিন্ন পেশার জন্য গত কয়েক সপ্তাহে ভিসা দেওয়া শুরু হয়েছে। এরমধ্যে ৫০০ নিরাপত্তা রক্ষীর ভিসাও ইস্যু করা হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদিত হয়েছে, যা শিগগরিই ইস্যু করা হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘আশা করা হচ্ছে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা বিধিনিষেধ আরও শিথিল করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মানবিক ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ সরকারের সুপারিশ করা মামলাগুলোতেও নমনীয়তা বজায় রাখা হবে। এ সময় রাষ্ট্রদূতের এই বক্তব্য শুনে তাকে উন্মুক্ত মনোভাব ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

ভিজিট ভিসা চালু সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর