Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবদলের তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা

সারাবাংলা ডেস্ক
৪ মে ২০২৫ ১৬:৩২

সমাবেশের প্রস্তুতি সভা

চট্টগ্রাম ব্যুরো: আগামী ১০ মে চট্টগ্রামে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ নিয়ে নগরীর পাঁচলাইশ থানা যুবদল প্রস্তুতি সভা করেছে। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

রোববার (৪ মে) সকালে নগরীর নগরীর মুরাদপুরের মোহাম্মদপুর মোড়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মোশারফ হোসেন দিপ্তী বলেন, ‘বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তরুণদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী মনোভাব এবং নেতৃত্বের গুণাবলী থাকা প্রয়োজন। তরুণেরা এখন প্রযুক্তি, সামাজিক মিডিয়া ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে নতুন নতুন ধারণা এবং উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে। যা আগামীর সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।’

মুহাম্মদ শাহেদ বলেন, ‘তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তাদের অধিকার, দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তরুণদের অবদান নিশ্চিত করার লক্ষ্যেই তারুণ্যের সমাবেশ। পাঁচলাইশ থানা যুবদলের অন্তর্গত ওয়ার্ড ইউনিট যুবদল নেতৃবৃন্দকে অতীতের ন্যায় সুশৃংখলভাবে মহাসমাবেশ সফল করার জন্য সকলকে সর্বাত্মকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই।’

পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকীর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেলের পরিচালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুছা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ইকবাল পারভেজ, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফারুক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান, মো. শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, ইব্রাহিম খান, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, মো. কলিম উল্লাহ, সাইদুল হক সিকদার, থানা যুবদলের সাহেদ খান পারভেজ, সেলিম উদ্দিন সেলিম, রিদওয়ান হোসেন জনি, মো. রাসেল আকাশ, শাহিদুল ইসলাম মাসুম, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন, মোহাম্মদ জাবেদ হোসেন, সাদেক আহমেদ, এস এম শাহবাজ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ নাসির, আমজাদ হোসেন, আরিফুল ইসলাম ইলু, আব্দুল মান্নান, মো. সেলিম, মাইনুদ্দিন মামুন, কোরবান আলী রহিম, হাসান চৌধুরী তোফা, এনামুল ইসলাম এনাম, মোহাম্মদ ইউনুস, সোলায়মান হোসেন মনা, জাবেদ হোসেন, মাসুদ আলম, মো. সুমন, মোহাম্মদ মোরশেদ, তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন জিসান, খোকন মোল্লা, মো. ফারুক, নুরুল হক, হানিফ রানা, রাসেল আহমদ, জসিম উদ্দিন তালুকদার ও ওমর সানি।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় যুবদলের নেওয়া কর্মসূচি অনুযায়ী আগামী ১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম তারুণ্যের সমাবেশ প্রস্তুতি সভা যুবদল সমাবেশের প্রস্তুতি