Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমলো

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ৪ মে ২০২৫ ১৯:১৩

– ছবি: প্রতীকী

ঢাকা: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারন করা হয়েছে। এর আগে এর দাম ছিলো ১ হাজার ৪৫০ টাকা।

রোববার (৪ মার্চ) বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি চলতি মে মাসের জন্য এলপিজির নতুন এ দাম ঘোষণা করে। নতুন এ নির্ধারিত দাম আজ থেকেই কার্যকর হচ্ছে।

বিইআরসির ঘোষণায় কমেছে অটোগ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এখানে ৮৪ পয়সা কমানো হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করেছিলো বিইআরসি। এর আগে ৩ মার্চ ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারন করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। বিভিন্ন দেশ থেকে এলপিজির তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করে বাংলাদেশ। এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রতি মাসে প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপির মূল্য ধরে দেশে এলপিজির দাম প্রতি মাসে সমন্বয় করে আসছে বিইআরসি।

সারাবাংলা/জেআর/আরএস

এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম কমলো