Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৭:২১ | আপডেট: ৪ মে ২০২৫ ১৯:১২

এবি ব্যাংকের পদত্যাগকারী চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী – (ফাইল ছবি: সংগৃহীত)

ঢাকা: দেশের বেসরকারি খাতে পরিচালিত এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১ মে) পরিচালনা পর্ষদের সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন বলে জানা যায়।

ব্যাংকটির একটি সূত্র জানায়, পর্ষদ সভায় পদত্যাগপত্র জমা দেওয়ার পরই বোর্ড তা গ্রহণ করে। বর্তমানে ব্যাংকটির দুজন ভাইস চেয়ারম্যানের (ফিরোজ আহমেদ ও মো. ফজলুর রহমান) যেকোনো একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এটি দুয়েক দিনের মধ্যেই নির্ধারণ করা হবে।

এদিকে ব্যারিস্টার খায়রুল আলমের পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পদত্যাগ করা চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের দায়িত্বগ্রহণ করেন। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

অন্যদিকে দেশের পট পরিবর্তনের পর গত ৮ ডিসেম্বর বিদেশে থেকে পদত্যাগ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল। ২০১৮ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবি ব্যাংকে যোগ দেন এবং ২০১৯ সালের ৮ জুলাই তিনি ব্যাংকটির এমডি পদে দায়িত্ব পান। বর্তমানে ব্যাংকের অতিরিক্ত এমডি সৈয়দ মিজানুর রহমানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএস

এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর