Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশী নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৭:২৬

অবৈধ অনুপ্রবেশকালে ১০ আটক বাংলাদেশী

চুয়াডাঙ্গা: ভারত থেকে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ দশজন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান। এর আগে ভোরে মেহেরপুর জেলার ভবেরপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, মুজিবনগর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় টহলের সময় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় দশজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাদের থানায় সোপর্দ করা হবে।

সারাবাংলা/এসআর

১০ বাংলাদেশী আটক চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর