নারীর ক্ষমতায়নে বেগম জিয়ার অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির
৪ মে ২০২৫ ১৭:৪৩
সিলেট: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সত্যিকারের বাস্তববাদী রাষ্ট্রনায়ক। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশে সার্বিক অগ্রগতি হয়েছিল।
রোববার (৪ মে) সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাহেবের বাজার স্কুল মাঠে স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান তার সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে নারী সমাজকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার প্রয়োজন অনুভব করে নারী উন্নয়নে প্রকল্প গ্রহণ করেন, সেই ধারা অব্যাহত রেখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠনের পর মহীয়সী নারীদের স্ব স্ব ক্ষেত্রে সন্মানিত করার জন্য প্রথম ‘বেগম রোকেয়া পদক’ প্রদান শুরু করেন। সংসদে সংরক্ষিত আসন সংখ্যা ৩০ থেকে ৫০-এ উন্নতি করেন। সে সময় মাতৃ মৃত্যুর হার কমেছিল।’
আব্দুল মুক্তাদির বলেন, শহিদ জিয়া ও বেগম খালেদা জিয়ার গৃহিত নারী উন্নয়নের বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার ২৩ নং দফায় জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবন মান বিকাশের নিমিত্তে যুপোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।
সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদের সভাপতিত্বে ও খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস আলী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আপ্তাব উদ্দিন, ত্রান বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন, তথ্য সম্পাদক জহির উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন, সদর উপজেলা বিএনপি সাবেক আইন সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম রসুল সোমেল।
সারাবাংলা/এনজে