Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৭:২৭

নিহত শ্রমিক মোসলেম উদ্দিনের মরদেহ।

বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে মো. মোসলেম উদ্দিন মোল্লা (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) সকাল ১০টার দিকে শহরের পুলিশ লাইনের সামনের নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

নিহত মোসলেম উদ্দিন ভোলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার বাসিন্দা ও আব্দুল করিম মোল্লার ছেলে। পেশাগত কারণে তিনি ঝালকাঠি শহরে অবস্থান করছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শহরের কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোসলেম উদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নামে। তবে নিজস্ব অভিজ্ঞ ডুবুরি না থাকায় বরিশাল থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল আনা হয়। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর সকাল ১০টার দিকে পুলিশ লাইনের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি। পরে বরিশাল ডুবুরি দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।’

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে শ্রমিকের মৃত্যু