Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বৈত নাগরিকত্ব সনদের জন্য আবেদন করতে হবে অনলাইনে

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৭:৫০ | আপডেট: ৪ মে ২০২৫ ১৭:৫২

ঢাকা: দ্বৈত নাগরিকত্ব সনদের জন্য এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উপ সচিব আলীমুন রাজীবের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদ এর আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

বিজ্ঞাপন

সেখানে আরও বলা হয়, scs.ssd.gov.bd লিংক এ নিজস্ব gmail আইডি দিয়ে Login করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই-পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে।

আবেদন অনলাইনে নিষ্পত্তির পর ডিজিটাল সনদ আবেদনকারী ই-মেইলে প্রাপ্ত হবেন। নিজস্ব gmail আইডি থেকে QR Code সম্বলিত ডিজিটাল সনদ ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর