চাকরি ছেড়েছেন মাধ্যমিকের আরও ১২ সহকারী শিক্ষক
৪ মে ২০২৫ ১৭:৫৮
ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আরও ১২ জন সহকারী শিক্ষককে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২৪ জন সহকারী শিক্ষককে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এই শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্যত্র চাকরি হওয়ায় এ সকল শিক্ষকেরা অব্যাহতির জন্য আবেদন করেছিলেন। পরে মাউশি অফিস আদেশের মাধ্যমে এই শিক্ষকদের অব্যাহতি মঞ্জুর করেন।
মাউশির আদেশে বলা হয়, ভবিষ্যতে কোনো পাওনা সামনে এলে সংশ্লিষ্ট শিক্ষকেরা তা পরিশোধ করতে বাধ্য থাকিবেন। যেহেতু শিক্ষকেরা সেচ্ছায় এবং চাকরির নির্ধারিত সময়সীমার আগে অব্যাহতি নিয়েছেন তাই তারা পেনশন বা আনুতোষিকের মতো কোনো আর্থিক সুবিধা এবং অন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না বলে উল্লেখ করা হয় অফিস আদেশে।
উল্লেখ্য, এর আগে গত ১৬ এপ্রিল আরও ১২ জন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাকরি ছাড়েন। দুই সপ্তাহের ব্যবধানে এ সংখ্যা পৌঁছেছে ২৪ জনে।
সারাবাংলা/জেআর/এনজে