ইসলামী ব্যাংকে মাসব্যাপী ক্যাম্পেইন শুরু
৪ মে ২০২৫ ১৭:৫৭
ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এনপিআই রিকোভারি অ্যান্ড ডিপোজিট মোবিলাইজেশন বিষয়ক মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করেছে।
২৯ এপ্রিল ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান।
অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিএম মোহা. গিয়াস উদ্দিন কাদের ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।
এসময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
সারাবাংলা/এসআর