জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ময়মনসিংহে সভা করবেন সিইসি
৪ মে ২০২৫ ১৮:২৭ | আপডেট: ৪ মে ২০২৫ ১৮:৪৯
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, ময়মনসিংহে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সভা করবেন আগামীকাল সোমবার (৫ মে)।
রোববার (৪ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন, ইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম।
তিনি জানান, আজ (রোববার) রাতে তিনি ময়মনসিংহের সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। এরপর সোমবার সকাল ১০টায় নগরীর সিটি করপোরেশন সভা কক্ষে চলমান ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভায় অংশ নেবেন।
সভায় ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভা আয়োজনে ব্যবস্থাপনা করবেন জেলা প্রশাসক।
প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে জুনের মাঝে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে একগুচ্ছ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে হিসেবে কাজগুলোকেও এগিয়ে নিচ্ছে কমিশন।
সারাবাংলা/এনএল/এসডব্লিউ