Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৮:৩৫ | আপডেট: ৪ মে ২০২৫ ১৯:৪৬

ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

রোববার (৪ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রয়াণে বাংলাদেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। জাতি একজন বিজ্ঞ আইনজীবীকে হারিয়েছেন।

বিজ্ঞাপন

এদিন বিকেল ৪টা ১০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। সাংবিধানিক আইন ও ফৌজদারি আইনে অসামান্য দক্ষতার কারণে দেশ-বিদেশে সমদৃত ছিলেন তিনি।

সারাবাংলা/আরএম/এসআর

প্রধান বিচারপতির শোক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর