অনুমতি না নেওয়া মাসব্যাপী মেলা ৪ দিনের মাথায় বন্ধ
৪ মে ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৪ মে ২০২৫ ২০:৩৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাসজুড়ে আয়োজন করা একটি মেলা চারদিনের মাথায় বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, আয়োজকরা প্রশাসনের অনুমতি না নিয়ে মেলা শুরু করেছিলেন। মেলার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজটসহ জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
রোববার (৪ মে) সকালে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা অভিযান চালিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন।
জানা গেছে, পায়রা নামে একটি সংগঠনের ব্যানারে জনৈক আলী ইমরান মহাসড়কের পাশে গাছবাড়িয়া সরকারি কলেজের জমিতে মাসব্যাপী ‘দেশীয় পণ্যের বাণিজ্য মেলা’ আয়োজন করেন। প্রায় অর্ধশত স্টল নিয়ে গত ১ মে মেলা শুরু হয়। প্রতিদিন সন্ধ্যার পর মেলায় বিপুল পরিমাণ লোক সমাগম হতে শুরু করে।
রোববার চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহমুদুর রহমান জেলা প্রশাসক বরাবরে জনদুর্ভোগ লাঘবে অনুমতিবিহীন এ মেলা বন্ধের আবেদন করেন। এতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে গাছবাড়ীয়া সরকারি কলেজের জমিতে পহেলা মে থেকে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা। চারদিকে টিন দিয়ে ঘেরা দিয়ে বসেছে অর্ধশত ষ্টল, সার্কাস, বিভিন্ন ধরনের রাইড। মেলায় প্রবেশ করতে জনপ্রতি গুনতে হচ্ছে ১০ টাকা করে।
এতে অভিযোগ করা হয়, এসএসসি পরীক্ষা চলাকালীন মাসব্যাপী এ মেলায় মহাসড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। পাঠদান ব্যাহত হচ্ছে গাছবাড়ীয়া সরকারি কলেজ ও হাশিমপুর মকবুলিয়া কামিল মাদরাসার। মেলায় প্রবেশের জন্য বন্ধ করা হয়েছে সরকারি খাল। এতে পানি চলাচল বিঘ্নিত হয়ে প্লাবিত হবে বিশাল এলাকা।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা সারাবাংলাকে বলেন, ‘আয়োজকরা মেলা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি চেয়েছিলেন। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। এরপরও উনারা মেলা শুরু করে দেন। একজন বিএনপি নেতাসহ স্থানীয় অনেকে জনদুর্ভোগের বিষয়ে আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরাও দেখছি যে, মেলার কারণে মহাসড়কে যানজট হচ্ছে। এখানে অনেক সরকারি-বেসরকারি অফিস আছে। সবার সমস্যা হচ্ছে। এজন্য অনুমতিবিহীন মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
সারাবাংলা/আরডি/পিটিএম