হাতিরঝিলে ভবঘুরে কিশোরীর মরদেহ উদ্ধার
৪ মে ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ৪ মে ২০২৫ ২০:৩৪
ঢাকা: রাজধানীর হাতিরঝিল লেকের পাশ থেকে সাবিনা আক্তার ওরফে আকলিমা (১৭) নামে এক ভবঘুরে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ মে) সকাল ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার পাশের পার্কের পাবলিক টয়লেটের বারান্দা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই কিশোরী ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত। হাতিরঝিল এলাকাতেই ঘোরাফেরা করত। তার শরীরে আঘাতে কোনো চিহ্ন নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে।
এসআই আরও জানান, দুঃসম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে জানা গেছে, সাবিনার বাবার নাম জামাল উদ্দিন। বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দারিয়া গ্রামে। তবে বহু বছর আগে তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এবং তারা যে যার মতো থাকেন। আর সাবিনা ঢাকায় ভবঘুরে জীবনযাপন করতো।
সারাবাংলা/এসএসআর