Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে রফতানি কনটেইনার স্ক্যানিং ফের চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৯:১০

অপারেশনাল কার্যক্রম চালুকরন অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

চট্টগ্রাম ব্যুরো: সাময়িক বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে রফতানিমুখী কনটেইনার স্ক্যানিং কার্যক্রম আবারও চালু হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান স্ক্যানাটির পুনঃ অপারেশনাল কার্যক্রম চালু করেন। এ সময় চট্টগ্রাম কাস্টমসের কমিশনারসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানিয়েছেন, বন্দরের নিজস্ব অর্থায়নে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কনটেইনার স্ক্যানারটি স্থাপন করা হয়। ফাইভ আর অ্যাসোসিয়েটস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এটি স্থাপনের পর রক্ষণাবেক্ষণ শুরু করে। কাস্টমসের মাধ্যমে স্ক্যানারটি পরিচালনা করা হচ্ছিল।

কিন্তু চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির সঙ্গে রক্ষণাবেক্ষণের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এর অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানকেই আবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে। এরপর সামগ্রিক প্রস্তুতি শেষ করে স্ক্যানারটি আবারও চালু করা হয়েছে।

রফতানিমুখী কনটেইনার স্ক্যানারটি চালু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা মনে করছেন।

সারাবাংলা/আরডি/এনজে

কনটেইনার স্ক্যানিং চট্টগ্রাম বন্দর চালু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর