৫৩ বছরে বার বার গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: আলী রীয়াজ
৪ মে ২০২৫ ১৯:২২ | আপডেট: ৪ মে ২০২৫ ২০:৩৪
ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘গত ৫৩ বছরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারেনি। গণতন্ত্রকে পর্যদুস্ত করার চেষ্টা করতে দেখেছি এবং এই অভিপ্রায় সফল হতেও দেখেছি। যার ফলে এদেশে গণতন্ত্র সুরক্ষিত হয়নি বরং বার বার ভূলুণ্ঠিত হয়েছে।’
রোববার (৪ মে) জাতীয় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।
গত বছরের জুলাই-অগাস্টের অভ্যূত্থান গণতান্ত্রিক আন্দোলনের একটি রূপ উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ আলোচনার শুরুতে বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যূত্থান গত ৫৩ বছরের গণতান্ত্রিক সংগ্রামের একটি রূপ। এতোদিনের সংগ্রামকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো একটি জাতীয় সনদ তৈরি করা। যার মাধ্যমে একটি ভবিষ্যৎ বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করতে পারব।’
বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলীর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল মোল্যা ছাড়াও মজিবুর রহমান, রুবেল শিকদার, ফখরুদ্দিন রিয়াদ, রাজিব আহমেদ, মিজানুর রহমান এবং আব্দুর রাজ্জাক।
সারাবাংলা/এনএল/এসডব্লিউ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি