‘সংবিধান ও গণতন্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখা বড় চ্যালেঞ্জ’
৪ মে ২০২৫ ১৯:২৬ | আপডেট: ৪ মে ২০২৫ ২১:৩২
চট্টগ্রাম ব্যুরো: ন্যায়বিচার নিশ্চিতে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
রোববার (৪ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ অডিটোরিয়ামে ‘সপ্তম এ কে খান মেমোরিয়াল ল লেকচার-২০২৫’-এ ‘রিমেইনিং দ্য ফিউচার অব জাস্টিস’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। এ কে খান ফাউন্ডেশন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের যৌথ উদ্যোগে এ সেমিনার হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা, যা অ্যারিস্টটলের আইনের শাসন, ব্যক্তির শাসন নয়- এই আদর্শ দ্বারা পরিচালিত হতে হবে।’
সেমিনারে চবি উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সংবিধান কাঠামোকে আরও শক্তিশালী করে সংস্কারের চেতনা জাগ্রত করবে।’
চবি’র আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম জাফর উল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, একে খান ফাউন্ডেশনের সচিব সালাহউদ্দিন কাসেম খান এবং ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান।
সারাবাংলা/এমআর/এসআর