Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতার ফ্যাক্টরি থেকে ট্রাকযোগে মালামাল নিয়ে গেছে ডাকাত!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৯:৩২ | আপডেট: ৪ মে ২০২৫ ১৯:৪০

ঘটনাস্থলে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের ফার্নেস অয়েল কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ মে) দিবাগত রাতে মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে তার খামারবাড়িসংলগ্ন কারখানায় এই ঘটনা ঘটে।

রোববার (৪ মে) দুপুরে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলার শীর্ষ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের ভাতিজা শরীফুল ইসলাম শরীফ জানান, স্বপন ফকিরের খামারবাড়ির একাংশে ফ্যাক্টরি রয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওই ফ্যাক্টরির পেছনের গেট কেটে ২০ জনের ডাকাতদল ফ্যাক্টরিতে প্রবেশ করে। ডাকাতেরা কারখানায় ঢুকেই অদূরে থাকা নৈশ প্রহরীর হাত-পা, মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা প্রধান ফটকের পাশে থাকা গার্ডকেও একইভাবে বেঁধে রাখে। পরে তারা বিদ্যুতের সুইচ বন্ধ করে কারখানার ট্রান্সফরমারের ভেতরের যন্ত্রপাতি খুলে নেয়। জেনারেটরের ঘরে গিয়ে মূল্যবান তার ও ব্যাটারিগুলো নিয়ে ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকযোগে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ মধুপুর জোনাল অফিসের ডিজিএম এমাজ উদ্দিন সরদার বলেন, ‘আনাম গ্রিন ফুয়েল এনার্জি অ্যান্ড রিসোর্স ফার্নেস ওয়েল কারখানার ২০০ কেভি ট্রান্সফরমারের যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে ডাকাতের দল। যার মূল্য ৪৫-৫০ লাখ টাকা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘বিগত ২৫ বছরে এমন ঘটনা ঘটেনি। এতে আমরা শঙ্কিত, মর্মাহত ও উদ্বেগ প্রকাশ করি। স্থানীয় নেতাকর্মী ও আমরা ধারণা করছি বিএনপির বহিষ্কৃত আওয়ামী লীগের ধোসর কালো আনোয়ার এ ঘটনা ঘটাতে পারে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ডাকাতি করে কি ফকির মাহবুব আনাম স্বপনকে ভয় দেখানো বা রাজনীতি থেকে নিষ্ক্রিয় করা চেষ্টা চলছে সেটা ভাবার বিষয়।’ এ ঘটনার রহস্য উদঘাটন করে জন সম্মুখে প্রকাশ করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন বলেন, ‘আগামীতে জাতীয় সংসদের নির্বাচন। সারাদেশেই পরিচিত আছে ফকির মাহবুব আনাম স্বপন ক্লিন ইমেজের রাজনীতি করে। সেখানে ডাকাতির ঘটনা কি বলতে চায় সেটা সবার কাছেই জানা। ফকির মাহবুব আনাম স্বপনের ক্ষেত্রে যদি এমন হয়। তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আসামীদের গ্রেফতারের দাবি জানাই।’

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবীর জানান, মামলার পর তদন্ত করা হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

টাঙ্গাইলে কেন্দ্রীয় বিএনপি নেতার কারখানায় ডাকাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর