Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ উপদেষ্টার এপিএস-পিওর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ৪ মে ২০২৫ ২৩:৩৭

মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবি।

ঢাকা: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন ও উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

রোববার (৪ মে) সাংবাদিকদের এ তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, দুই উপদেষ্টার এপিএস, পিএস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

উল্লেখ্য, ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হলেও উপদেষ্টা তাকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন ৮ এপ্রিল। এর আগে, দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা নূরজাহান বেগমে ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি দুদকের অভিযান সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন