সাতক্ষীরায় চার ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
৪ মে ২০২৫ ২০:১৬ | আপডেট: ৪ মে ২০২৫ ২০:২০
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে চার পরীক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে তিন যুবককে আটক করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ মে) দুপুরে গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত তিন বখাটে যুবক হলেন- চুনাখালী গ্রামের হাফেজ আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, কাটুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন ও আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন বলেন, ওই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে নিজ নিজ বাড়ি ফেরার পথে তিন বখাটে পথরোধ করে তাদের সঙ্গে অশোভন আচরণ করে। খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় তাদের আটক করে মোস্তাফিজুর রহমানকে ২ মাস এবং রাকিব ও জোবায়েরকে ৭ দিনের দণ্ড দেওয়া হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
সারাবাংলা/এনজে