Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জবির আবাসন সমস্যা সমাধানে কাজ করবে ইউজিসি’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ২০:৪৫

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জবির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের বৈঠক।

‎ঢাকা: ‎বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সমস্যা সমাধানসহ সার্বিক শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইউজিসি।

‎রোববার (৪ মে) আগারগাওয়ে জবি শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন জবির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

‎এ সময় বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা ও ভাতা বৃদ্ধিসহ নানা বিষয়ের ওপর আলোচনা করা হয়।

‎ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘শিক্ষার্থীরাই আমাদের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইউজিসি সম্ভাব্য সবকিছু করবে। শিক্ষার্থীরা আছে বলেই আমরা আছি। তাদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

‎তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শুধু অবকাঠামোগত নয়, মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গিই বেশি জরুরি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট দফতরসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

‎এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষার্থী বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাছির উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এনজে

আবাসন সমস্যা ইউজিসি জবি সমাধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর