ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া নবজাতককে পেল নিঃসস্তান দম্পতি
২৬ জুন ২০১৮ ২২:০১ | আপডেট: ২৬ জুন ২০১৮ ২২:০৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁয়ে কুড়িয়ে পাওয়া নবজাতককে এক নিঃসস্তান দম্পতির হাতে তুলে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ জুন) দুপুরে ঠাকুরগাঁও নারী ও শিশু অতিরিক্ত দায়রা জজ বিএম তরিকুল কবির শর্তসাপেক্ষে নিঃসস্তান দম্পতি শামসুল আলম ও শারমিন আক্তারের কাছে নবজাতককে হস্তাস্তর করেন।
ওই দম্পতির বাড়ি ঠাকুরগাঁও শহরের সাহাপাড়ায়। তারা তাৎক্ষণিকভাবে নবজাতকের নাম রাখেন সিয়াম।
জানা যায়, গত ১৫ জুন ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুরে এক নবজাতককে কুড়িয়ে পায় এলাকাবাসী। বিষয়টি রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান হান্নুকে জানালে তিনি প্রশাসনের সহায়তায় স্থানীয় বাসিন্দা মরিয়ম আক্তারকে দেখভাল করার দায়িত্ব দেন।
এদিকে, নবজাতকে কুড়িয়ে পাওয়া পাওয়ার খবর জানতে পেরে তাকে পাওয়ার আশায় শামসুল আলম ও তার স্ত্রী শারমিন আক্তার আদালতের দ্বারস্থ হন। এরপর শুনানি শেষে আদালত নবজাতকের ভবিষ্যতের কথা বিবেচনা করে নিঃসন্তান ওই দম্পতির কাছে হস্তান্তর করেন।
সারাবাংলা/টিএম