হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা
৪ মে ২০২৫ ২০:৫৪ | আপডেট: ৪ মে ২০২৫ ২৩:৩৭
ঢাকা: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় তিনি আহত হয়েছেন। তবে কারা হামলা চালিয়েছে সেটি তাৎক্ষণিক জানা যায়নি।
রোববার (৪ মে) সন্ধ্যায় এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ ও সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্টে দিয়ে এ তথ্য জানিয়েছেন।
হান্নান মাসউদ বলেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।
সারজিস আলম বলেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’
গাজীপুর নগরের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি।
সারাবাংলা/এমএইচ/এসআর