Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি ট্রাইব্যুনালে মেয়র পদে জয়, গেজেট প্রকাশের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ২১:৪৯

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দীর্ঘ চার বছরের বেশি সময় পর কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়র পদে জয় পেয়েছেন মো. আরিফুর রহমান। নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করে এ জয় পান আরিফুর রহমান। আদালত ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশের জন্যও নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন।

রোববার (৪ মে) আদালতের রায়ের কপি আরিফুর রহমান ইসিতে জমা দেন।

জানা গেছে, গত ২৭ এপ্রিল কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল নম্বর-৪ এর যুগ্ম দায়রা জজ মো. আলমগীর হোসাইন এ রায় দেন। আদালতের রায়ে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৫৯(খ) বিধি অনুযায়ী আরিফুর রহমানের পক্ষে রায় দেওয়া হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হককে মেয়র নির্বাচিত ঘোষণা বাতিল করা হলো। ওই নির্বাচনে ‘মোবাইল’ প্রতীকের প্রার্থী আরিফুর রহমানকেই যথাযথভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হলো।

একইসঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে ১০ দিনের মধ্যে আরিফুর রহমানকে মিরপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশও দেন আদালত।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘রায়ের কপি পেলে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এনএল/পিটিএম

জয় টপ নিউজ নির্বাচনি ট্রাইব্যুনাল মেয়র পদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর