কুমিল্লায় আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার
৪ মে ২০২৫ ২৩:৫৫
কুমিল্লা: জেলার কোটবাড়ি শালবন বিহার, রুব্বানমুড়া, চন্ডিমুড়ার মতোই আরও একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন খোঁজে পাওয়া গেছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪ নম্বর বারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের (চারা বাড়ি) আলী আজগরের ছেলে শাহ আলম সম্প্রতি বসতবাড়ি নির্মাণের জন্য মাটি খননের সময় শতবর্ষের পুরনো একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পান।
স্থানীয়দের ভাষ্যমতে, কয়েকদিন আগে ওই এলাকায় বসতঘর নির্মাণের জন্য মাটি খনন করার সময় পুরনো একটি ঘরের দেয়াল ও প্রাচীন কাঠামোর অংশ আবিষ্কৃত হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কৌতুহলী মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন প্রত্নস্থলটি এক নজর দেখার জন্য। এরই মধ্যে প্রত্নতত্ত্ব অধিদফতর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও খনন কাজ শুরু করেছে। তাদের তত্ত্বাবধানে চলছে নিদর্শন উদ্ধারের কাজ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বহু পুরনো কোনো রাজা বা জমিদার আমলের স্থাপনার অংশ হতে পারে। তবে চূড়ান্ত তথ্য নিশ্চিত হতে প্রত্নতত্ত্ব অধিদফতরের বিশ্লেষণ ও গবেষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা আশা করেছেন, এই আবিষ্কার হয়তো ধর্মপুর গ্রামের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় উন্মোচন করবে এবং ভবিষ্যতে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি পেতে পারে।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম সারাবাংলাকে বলেন, ‘কুমিল্লার কোটবাড়ির শালবনবিহার, রুব্বানমুড়া, চন্ডিমুড়ার মতো আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন খোঁজে পাওয়া গেছে। এটি এখন খনন করা হচ্ছে। খননের পর প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছ থেকে বিস্তারিত জানতে পারব। তবে এটি কুমিল্লার ইতিহসে আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হবে।’
সারাবাংলা/পিটিএম