Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় মহিলা দলের ৩ নেত্রীকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ৫ মে ২০২৫ ০০:০৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনায় মহিলা দলের তিন নেত্রীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- খানজাহান আলী থানা মহিলা দলের সদস্য সচিব রেশমী সুলতানা, খুলনা মহানগর মহিলাদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাথী আমীন ও খালিশপুর থানা মহিলা দলের সদস্য শারমিন আক্তার।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে মিলটন জানান, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বহিষ্কারপত্রে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সই করেছেন।

জানা গেছে, গত ২ মে বিকাল ৫টায় দলীয় কার্যালয়ের সামনের সড়কে সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেন সভাপতি আজিজা খানম এলিজার অনুসারীরা। এ ঘটনায় ৩ মে খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় মহিলা দল।

সারাবাংলা/পিটিএম

খুলনা তিন নেত্রী বহিষ্কার মহিলা দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর