গাজীপুরে হাসনাতের ওপর হামলা, আটক ২
৫ মে ২০২৫ ০০:১০
ঢাকা: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক দুইজন হলেন- গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।
ডিসি রবিউল বলেন, ‘আজ সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। পেছন থেকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গাড়িতে হামলা চালালে গাড়ির কাঁচ ভেঙে যায়। এতে আহত হন হাসনাত আব্দুল্লাহ। ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানের নির্দেশ দেন।’
তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছি। হামলাকারী অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ‘
উল্লেখ্য, এর আগে সন্ধ্যায় হাসনাতের ওপর হামলার ঘটনার পর সারজিস আলম ফেসবুক পোস্টে বলেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।
সারাবাংলা/এমএইচ/পিটিএম