Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তি থাকবে তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ০৯:০০ | আপডেট: ৫ মে ২০২৫ ১১:৫৩

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এ সময় তাপমাত্রা থাকতে পারে বাড়তি।

সোমবার (৫ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়, সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশার্থী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। এদিন সারাদেশে অপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার (৮ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মাধ্যরাত শুষ্ক থাকতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

আজকের আবহাওয়া বজ্রবৃষ্টির পূর্বাভাস বাড়তি থাকবে তাপমাত্রা