সাতক্ষীরায় কালভার্টের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার
৫ মে ২০২৫ ১১:১৫ | আপডেট: ৫ মে ২০২৫ ১৫:০২
সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় সেলিনা বেগম (৪৫) নামে এক নারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) ভোরে তালার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সেলিনা বেগম হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।
সেলিনার বোনের স্বামী মো. আবুল কাশেম জানান, রোববার (৪ মে) সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে তিনি বাজারে যান। পরে রাতে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে রাতে পাওয়া যায়নি। আজ ভোরে স্থানীয়দের মাধ্যমে একটি মরদেহ পড়ে আছে জানতে পেরে ঘটনাস্থলে এসে সেলিনার মরদেহ শনাক্ত করেন তারা।
জানা গেছে, মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল, কানের দুল, ঔষধসহ অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্তের পর জানা যাবে।
সারাবাংলা/ইআ