চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ ইসলামী ফ্রন্টের, দুর্ভোগ চরমে
৫ মে ২০২৫ ১১:৪৪ | আপডেট: ৫ মে ২০২৫ ১৫:০০
হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীরা। ছবি: সারাবাংলা
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীরা। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল কার্যত বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে ‘হত্যার’ বিচার দাবিতে বিক্ষোভে নেমেছেন ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীরা।
সোমবার (৫ মে) সকাল ১০টা থেকে হাটহাজারীর বিভিন্ন স্থানে বিক্ষুদ্ধরা সড়কে নেমে আসেন।

সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন নেতা-কর্মীরা। ছবি: সারাবাংলা

সড়কে বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: সারাবাংলা
প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারীর কাটিরহাট বাসস্ট্যান্ডে সড়কে বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নাজিরহাট-ফটিকছড়ি সড়কেও অবরোধ করা হয়েছে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন নেতা-কর্মীরা।
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘কাটিরহাট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেট, বড় দিঘির পাড়সহ চারটি পয়েন্টে সড়ক অবরোধ করা হয়েছে। যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা বিষয়টি দেখছি। তাদের সরানোর চেষ্টা করছি।’

যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। ছবি: সারাবাংলা
সারাবাংলা/আরডি/এসডব্লিউ