Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসনাতের ওপর হামলার অভিযোগে আটক ৫৪

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১১:৫৬ | আপডেট: ৫ মে ২০২৫ ১৪:৫৯

আহত হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

ঢাকা: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটক সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

সোমবার (৫ মে) সকালে গাজীপুর মহানগর পুলিশের (জিএম্পি) কমিশনার নাজমুল করিম খান বিষয়টি জানিয়েছেন। তবে হামলার ঘটনায় আজ সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

জিএমপি কমিশনার নাজমুল করিম খান বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। সাবেক আওয়ামী লীগ সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। তারা ইস্যু তৈরির জন্য এই হামলা করেছে। পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে আটক করতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযান চালিয়ে তাৎক্ষণিক গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে আটক করা হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ

এনসিপি হাসনাত আবদুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর