Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১২:১৭

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মফিজুর রহমানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ মে) রাত ১১টার দিকে ঝিকরগাছায় একটি জুয়ার আসর থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার অন্যরা হলেন- বাহাদুরপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী, উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন আলম ওরফে তোতা মেম্বার, বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মাখন এবং বেনাপোল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী।

পুলিশ জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, গ্রেফতারদের আজ যশোর আদালতে সোপর্দ করা হবে।

সারাবাংলা/ইআ

নেতাকর্মী গ্রেফতার

বিজ্ঞাপন

ইন্দুবালার কচু বাটা
৫ মে ২০২৫ ১৭:১৪

আরো

সম্পর্কিত খবর