ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ
৫ মে ২০২৫ ১২:৪৮ | আপডেট: ৫ মে ২০২৫ ১৪:৫৬
ঢাকা: দুই দিনের সফরে আজ (সোমবার) ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।
জানা গেছে, দু’দিনের এ সফরকালে তিনি মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধ নিয়ে মূল আলোচনা করবেন। পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রশিক্ষণ দেওয়া এবং পারস্পরিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।
সোমবার (৫ মে) বিকেলে বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পিয়ান্তেদোসি। সন্ধ্যায় ইতালির দূতাবাস আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।
আগামীকাল (মঙ্গলবার) সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে আয়োজিত মধ্যাহ্নভোজেও অংশ নেবেন তিনি।
বর্তমানে ইতালিতে কর্মসংস্থানের জন্য বহু বাংলাদেশি অপেক্ষমান রয়েছেন ভিসার জন্য। কিন্তু অনেক আবেদনকারী ভুয়া নথিপত্র জমা দেওয়ায় যাচাই-বাছাই জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইতালি। ফলে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে ভিসা প্রক্রিয়ায়।
ধারণা করা হচ্ছে, এই সফরে ভিসা ইস্যুটিও গুরুত্ব পাবে।
সারাবাংলা/এনএল/এসডব্লিউ