Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসনাতের ওপর হামলা
২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের আলটিমেটাম সিলেট এনসিপির

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৩:০৬

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় সিলেট এনসিপি’র বিক্ষোভ মিছিল।

সিলেট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে দলটির সিলেট জেলার নেতা-কর্মীরা। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের ধরতে না পারলে কঠোরতম কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (৪ এপ্রিল) সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্রার বিজয় চত্ত্বর এসে মিছিল শেষ করেন এনসিপির নেতারা। এনসিপির সিলেট জেলা শাখা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজন করে।

বিজ্ঞাপন

বিক্ষোভকালে এনসিপি নেতারা ‘তুমি কে আমি কে ‘হাসনাত, হাসনাত’, ‌’হাসনাতের উপর হামলা কেন প্রশাসন জবাব দে’, ‘ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে এনসিপির নেতারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়ভার হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে না পারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে, তা না হলে আমরা কঠোরতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।’

‘আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। আমাদের সঙ্গে দেশের মানুষ থাকবে। সাধারণ জনগণ আজকে আওয়ামী লীগের হাতে নিরাপদ নয় এটা আবার প্রমাণ হয়েছে।’

তারা আরও বলেন, ‘আহত অবস্থায়ও তিনি পুলিশ প্রটেকশন পাননি। পরবর্তী জনরোষ ফুঁসে ওঠায় পুলিশ সেখানে এসেছে। আমাদের প্রশ্ন, এতো দীর্ঘ সময় কেন? হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তার যদি এ অবস্থা হয় তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? আমরা মনে করি এ হামলায় আওয়ামী লীগের ফ্যাসিবাদীরা জড়িত।’

বিজ্ঞাপন

এছাড়া হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের মিছিলটি হলপাড়া থেকে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা সংগঠক নিজাম উদ্দিন, ফয়সাল আহমদ, আবু সাঈদ, নুরুল হক, রেদোয়ান রাফি, জাকির আহমেদ, মাহবুবুর রহমান তাসলিম, ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা ভারপ্রাপ্ত আহবায়ক সালমান খুরশেদ, আয়েশা সিদ্দিকা প্রিয়া, সদস্য সচিব নুরুল ইসলামসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এসডব্লিউ

সিলেট এনসিপি হাসনাতের ওপর হামলার প্রতিবাদ