দিনের ভোট রাতে হওয়ার আর কোনো সুযোগ নেই: সিইসি
৫ মে ২০২৫ ১৩:০৮ | আপডেট: ৫ মে ২০২৫ ১৪:৫৫
ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা
ময়মনসিংহ: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।
সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।
গত ১৫ বছরে যে নির্বাচন হয়েছে আগে আইনের প্রয়োগ ছিল না এই নির্বাচনে সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ হবে। নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ দিয়েছেন সে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছে কারো দ্বারা তারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পূনরাবৃত্তি যেন না হয় সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, যেটা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা অত্যন্ত সচেতনভাবে রাজনৈতিক পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্ঠা করছি। এ জন্য অনেকেই আমাদের ওপর মন খারাপ আছে। সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছিনা বলে অনেকেই আমাদের দায়ী করছে। আমাদের বড় ক্রাইটেরিয়া হচ্ছে, যেসব সুপারিশের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এ সমস্ত বিষয়ে আমার সতর্কভাবে পরিহার করছি।
তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিষয়ে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে ফয়সালা হোক। এইসবভাবে সব ফয়সালা হলে পরে আমরা সিদ্ধান্ত নেব। এ ছাড়া আমরা এইসব ব্যাপারে জড়িত হতে চাই না।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি সম্পূর্ণভাবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, নিরপেক্ষ আছে এবং নিরপেক্ষ থাকবে। এখানে কোনো ধরণের প্রভাব এবং চাপের কাছে আমরা মাথা নত করব না। আপনাদের সহযোগিতায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাব ইনশাআল্লাহ।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ অংশ নেন।
সারাবাংলা/ইআ