বড় ছেলের ইমামতিতে হলো ব্যারিস্টার রাজ্জাকের দ্বিতীয় জানাজা
৫ মে ২০২৫ ১৩:২৭ | আপডেট: ৫ মে ২০২৫ ১৪:৫৪
ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা হয়েছে।
সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের বাগান চত্বরে তার দ্বিতীয় জানাজা হয়। এতে ইমামতি করেন আবদুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী।
জানাজায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি-আইনজীবীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ অন্যান্য সংগঠন।
রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে মারা যান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সারাবাংলা/আরএম/এসডব্লিউ