নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ২ জনের মৃত্যু
৫ মে ২০২৫ ১৪:২৬
ঢাকা: নারায়ণগঞ্জ রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দুইজন মারা গেছেন।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে রুপগঞ্জ কাজীপাড়া মঞ্জু টেক্সটাইল মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার (৫ মে) সকাল ১০টার দিকে নিরাপত্তা কর্মী কবির হোসেন(৪৫) এবং রোববার (৪ মে) রাত ৩টার দিকে মারা যান হান্নান (৫২)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কবিরের শরীরের ৫৩ আর হান্নানের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সাথে তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা দুজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই দুজন মারা গেছেন। এই ঘটনায় ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে সাইফুল ইসলাম (৩২) নামে একজন ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
বিস্ফোরণে দগ্ধ হন, কারখানাটির নিরাপত্তা কর্মী কবির হোসেন (৪৫) ও হান্নান (৫২), অ্যাকাউন্টস অফিসার সাইফুল ইসলাম (৩২) ও মধু (২৩)।
মৃত হান্নানের ভাতিজা আরিফ হোসেন জনান, তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার হাসুন্দী গ্রামে। বাবার নাম সফিকুল ইসলাম। তার চাচা রুপগঞ্জ কাজীপাড়া এলাকাতেই থাকতেন এবং মঞ্জু টেক্সটাইল মিলে নিরাপত্তাকর্মীর কাজ করতো।
মৃত কবিরের ভাতিজা হারুনুর রশিদ জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার উত্তর রুপসি গ্রামে। ওই মিলে নিরাপত্তাকর্মীর কাজ করতো তার চাচা।
ঘটনার দিন দগ্ধ সাইফুলের বাবা ফারুক আহমেদ জানান, মঞ্জু টেক্সটাইল মিলে অ্যাকাউন্ট অফিসার তার ছেলে। মে দিবসে সব কারখানা বন্ধ থাকলেও ওই কারখানাটি খোলা ছিল। সেদিন সকালে কাজের উদ্দেশ্যে কারখানায় গিয়েছিলেন সাইফুল।
তিনি আরও জানান, সকালে কারখানায় গিয়ে গেট দিয়ে ঢোকার সময় গ্যাসের প্রকট গন্ধ পান তিনি। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে বিস্ফোরণ হয়। এতে সাইফুলসহ আশপাশে থাকা আরও তিনজন দগ্ধ হন। তখন কারখানার কর্মচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাদেরকে সেখান থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
সারাবাংলা/এসএসআর/এনজে